ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাজীপুরে রৌপ্য মুদ্রা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মে ২৭, ২০১৭
গাজীপুরে রৌপ্য মুদ্রা উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে মাটি খুঁড়ে ১৩৭টি রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ মে) দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশিদ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত বৃহস্পতিবার (২৫ মে) কালিয়াকৈর উপজেলার বাজার পালবাড়ি এলাকার দীপংকর পালের টয়লেটের সেপটিক ট্যাংকের পাশে মাটি খোঁড়াখুঁড়ি করলে ধাতব মুদ্রাগুলো বেড়িয়ে আসে।

খবর পেয়ে ঘটনাস্থলে থেকে ১৩৭টি রৌপ্য ধাতব মুদ্রা উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশ।

মুদ্রাগুলো আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে পাঠানো হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ২৭, ২০১৭
আরএস/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad