ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, মে ২৭, ২০১৭
খাগড়াছড়িতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ খাগড়াছড়িতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক ভাস্কর্য অপসারণ এবং আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

শনিবার (২৭ মে) দুপুরে শহরের শাপলা চত্বর থেকে বিক্ষোভ-মিছিল শুরু করতে চাইলে তাতে বাধা দেয় পুলিশ। পরে পুলিশি বাধার মুখে পথসভা অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট শহর শাখার সাধারণ সম্পাদক অরিন্দম কৃষ্ণ দে’র সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন- শহর শাখার আহ্বায়ক কবির হোসেন, সদস্য নাজির হোসেন।

বক্তারা বলেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। কিন্তু সরকার মৌলবাদীদের সঙ্গে আপোষ করে, তাদের এ অযৌক্তিক দাবি মেনে নিয়ে ভাস্কর্য সরিয়ে ফেলেছে। ভাস্কর্য সংস্কৃতির অংশ।
 
অবিলম্বে ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবি জানিয়ে বক্তরা, ঢাকায় আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার নিন্দা জানান।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মে ২৭, ২০১৭
ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।