ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাস্কর্য অপসারণের প্রতিবাদ: ১৪০ জনের বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, মে ২৭, ২০১৭
ভাস্কর্য অপসারণের প্রতিবাদ: ১৪০ জনের বিরুদ্ধে মামলা ভাস্কর্য অপসারণ করা হচ্ছে (ফাইল ছবি)

ঢাকা: সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য অপসারণের প্রতিবাদের ঘটনায় হত্যাচেষ্টাসহ নয়টি ধারায় ১৪০ জনকে আসামি করে মামলা হয়েছে।

শনিবার (২৭ মে) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ অন্তত ১৪০ জনের বিরুদ্ধে শুক্রবার (২৬ মে) রাতে মামলা করে পুলিশ।

তিনি আরও জানান, মামলায় হত্যাচেষ্টা, অনুমতি না নিয়ে সভা, সরকারি কাজে বাধাসহ নয়টি ধারা যুক্ত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে শুক্রবার (২৬ মে) সকাল থেকে বিক্ষোভ করেন বামপন্থি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

এক পর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে হাইকোর্টের দিকে যাওয়ার চেষ্টা করেন। মিছিলটি কোর্টের মাজার গেটের কাছে গেলে পুলিশ জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করে। সে সময় ঘটনাস্থল থেকে লিটন নন্দীসহ চারজনকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, মে ২৭, ২০১৭
পিএম/আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।