ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৫ ঘণ্টা, মে ২৭, ২০১৭
গোবিন্দগঞ্জে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ৩ ২ ট্রাকের সংঘর্ষে নিহত ৩

গাইবান্ধা: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।

শুক্রবার (২৭ মে) দিনগত রাত ২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার (ওসি) আবু বাশার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রাত দুটার দিকে ফাঁসিতলা এলাকায় ঢাকাগামী গরু বোঝাই একটি ট্রাক ও রংপুরগামী সিমেন্ট বোঝাই অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে গরু বোঝাই ট্রাক উল্টে গিয়ে ঘটনাস্থলেই ২জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ১জনের মৃত্যু হয়।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো ২জন। তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে মহিবুল (৪৫) ও মানু (৪৩) নামে দুই গরু ব্যবসায়ীর পরিচয় পাওয়া গেছে। এদের ২জনের বাড়ি মেহেরপুর জেলায় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, মে ২৭, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।