ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গুলিবিদ্ধ হয়ে এসপিবিএন সদস্য নিহত  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মে ২৬, ২০১৭
গুলিবিদ্ধ হয়ে এসপিবিএন সদস্য নিহত  

ঢাকা: শেরে বাংলা নগরে আতিকুর রহমান (২৮) নামে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন’র (এসপিবিএন) এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। 

শুক্রবার (২৬ মে) রাতে গুলিবিদ্ধ অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।



শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বাংলানিউজকে জানান, মিস ফায়ারিংয়ে আতিকুর গুলিবিদ্ধ হয়েছেন বলে এসপিবিএন সদস্যরা জানিয়েছেন।

এসপিবিএন সদস্যদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী উপ পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া বলেন, দায়িত্বরত অবস্থায় এসপিবিএন সদস্য আতিকুর রহমান গুলিবিদ্ধ হন।  


বাংলাদেশ সময় ০১৪৯ ঘণ্টা, ২৭ মে, ২০১৭
এএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।