ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, মে ২৬, ২০১৭
রূপগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল মজিদ মুন্সী (৭২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছেন জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি। এসময় ঠেকাতে গিয়ে আহত হয়েছেন হাবিবুর মিয়া নামে আরো এক ব্যক্তি।

শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজের সময় রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়ার মাটি মসজিদে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত আব্দুল মজিদ মুন্সীর বাড়ি টাঙ্গাইল জেলার মাগুরপুর উপজেলার সদর এলাকায়।

তবে তিনি ২০ থেকে ২৫ বছর ধরে গোবিন্দপুর মাঝিপাড়ায় বসবাস করে মাটি মসজিদে ইমামতি করে আসছিলেন।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার এশার নামাজ পড়ছিলেন ইমাম আব্দুল মজিদ ও হাবিবুর। এসময় একই এলাকার মৃত সাফর উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম কোনো কিছু বোঝার আগেই ধারালো দা দিয়ে আব্দুল মজিদকে কোপাতে শুরু করেন। এর প্রতিবাদ করায় তিনি হাবিবুরকেও কুপিয়ে জখম করে পালিয়ে যান।  

তিনি আরো জানান, পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আব্দুল মজিদকে মৃত ঘোষণা করেন।  

হত্যাকারীকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।  

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সজিব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই আব্দুল মজিদ মারা যান।  

স্থানীয়রা জানায়, ১০ বছর আগে জহিরুল ইসলাম তার স্ত্রীকেও হত্যা করেছেন।  

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, মে ২৭, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।