ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়ি ঘেরাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ২৬, ২০১৭
সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়ি ঘেরাও

সাভার: জঙ্গি আস্তানা সন্দেহে সাভারের নামাগেন্ডা মোল্লা মার্কেট এলাকার দু’টি বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) সন্ধ্যার পর প্রথমে মোল্লা মার্কেট এলাকার পাঁচতলা একটি ভবন ঘেরাও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে রাত ১০টার দিকে প্রথম বাড়ি থেকে ২০০ ফিট দুরুত্বে আরো একটি বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে।

 

ঘটনাস্থলে সাভার সদর থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিসিটিসি) ইউনিটের সদস্যরা উপস্থিত রয়েছেন।  


এ দু’টি বাড়িতে বোমা তৈরির সরঞ্জাম থাকার আশঙ্কা করছে পুলিশ।  

পাঁচতলা ভবনটির মালিকের নাম আনোয়ার মোল্লা বলে জানা গেছে। এ বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছেন বলে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৭

এএম/এসআই

**সাভারে জঙ্গি আস্তানা সন্দেহে ভবন ঘেরাও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad