ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভৈরবে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মে ২৬, ২০১৭
ভৈরবে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত আটক ভৈররে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরর থেকে আগ্নেয়্স্ত্রাসহ নবী হুসেন (৪৫) নামে এক আন্তঃজেলা ডাকাতকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৬ মে) দুপুরে ভৈরব শহরের জগনাথপুর এলাকার চেরাগ আলী সরকারের বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়্স্ত্রগুলো জব্দ করা হয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাকিব খাঁন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৫ মে) গভীর রাতে নবী হুসেনকে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দুপুরে ভৈরব থানা ও ডিবি পুলিশ গনাথপুর এলাকার চেরাগ আলী সরকারের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি দুইটি পিস্তল ও রিভলবারসহ গান পাউডার, স্প্রিন্টার, তলোয়ার, চাকু উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেম সময়: ২০১৩ ঘণ্টা, মে ২৬, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।