ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে প্রচণ্ড তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মে ২৬, ২০১৭
ঝিনাইদহে প্রচণ্ড তাপদাহের পর স্বস্তির বৃষ্টি ঝিনাইদহে প্রচণ্ড তাপদাহের পর স্বস্তির বৃষ্টি-ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: কয়েকদিনের প্রচণ্ড তাপদাহের পর ঝিনাইদহে স্বস্তির বৃষ্টি হয়েছে। শুক্রবার (২৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে আকাশে কালো মেঘের ঘনঘটা শুরু হয়। হালকা ঝড়ো বাতাসে জেলাবাসীর মধ্যে স্বস্তি ফিরে আসে।

অবশেষে সাড়ে ৫টার দিকে সদর, শৈলকুপা, মহেশপুর, কালীগঞ্জসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি শুরু হয়। এ বৃষ্টি সাধারণ মানুষের মধ্যে প্রশান্তির পরশ বুলিয়ে দিয়েছে।

বৃষ্টির কারণে খানিকটা কমেছে তাপমাত্রা।

গত কয়েকদিন লোডশেডিংয়ের সঙ্গে ভ্যাপসা গরমে অতিষ্ট হয়ে পড়েছিল জনজীবন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ২৬, ২০১৭

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।