ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে মরতে চাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মে ২৬, ২০১৭
মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে মরতে চাই মুক্তিযোদ্ধা কেরামতকে সহায়তা করেছে ‘সুন্দর বাংলাদেশ চাই’ সংস্থা। ছবি: বাংলানিউজ

যশোর: ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন সাতক্ষীরার কালিগঞ্জের কেরামত আলী। তবে নানা জটিলতার কারণে এখনো তিনি সরকারিভাবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। ফলে জীবনের তাগিদে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন একাত্তরের এ সৈনিক।

বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে ‘সুন্দর বাংলাদেশ চাই’ নামক বেসরকারি সংস্থা দুস্থ মুক্তিযোদ্ধা কেরামতকে সহায়তা করার উদ্যোগ নেন। এরই পরিপ্রেক্ষিতে, মুক্তিযোদ্ধা কেরামতকে দু’টি রিকশা এবং ৫ হাজার টাকা সহায়তা করে সংস্থাটি।



শুক্রবার (২৬ মে) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক অনুষ্ঠানে সহায়তা গ্রহণের পরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুক্তিযোদ্ধা কেরামত আলী বাকরুদ্ধ হয়ে পড়েন।

তিনি বলেন, গর্বে বুকটা ভরে গেলো, জীবনে মুক্তিযোদ্ধা হিসেবে আজই প্রথম স্বীকৃতি স্বরূপ কিছু পেলাম।

তবে তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা জানিয়ে বলেন, জীবনে কিছু পাওয়ার জন্য মুক্তিযুদ্ধ করিনি। এখন রোগ-শোকে আর রিকশা চালানোর মতো অবস্থা নেই, এ শেষ জীবনে শুধুমাত্র মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে মরতে চাই। বিষয়টি নিয়ে তিনি সরকারের সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা কামনা করেন।

সুন্দর বাংলাদেশ চাই সংস্থাটির চেয়ারম্যান এ এস এম সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের যুগ্ম সম্পাদক জুয়েল মৃধা, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম সজল, আমিনুর রহমান মামুন, তহীদ মনি, যশোর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, সহায়তাকারী সংস্থাটির খুলনা বিভাগীয় সমন্বয়ক আনোয়ার হোসেন রাজু প্রমুখ।

সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আনিসুজ্জামান আরজু।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ২৬, ২০১৭
ইউজি/আরআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।