ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সুন্দরবনের নাংলী এলাকায় আবারও আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, মে ২৬, ২০১৭
সুন্দরবনের নাংলী এলাকায় আবারও আগুন সুন্দরবনের নাংলী এলাকায় আবারও আগুন- ফাইল ফটো

বাগেরহাট: সুন্দরবনের নাংলী এলাকায় আবারও আগুন লেগেছে। শুক্রবার (২৬ মে) সকালে নাংলী ক্যাম্পের ‘মাদ্রাসার ছিলা’এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে বেলা ১১টায় স্থানীয় প্রশাসন, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত (সন্ধ্যা ৬টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন ধানসাগর স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন অফিসার মো. হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, বনের প্রায় ২/৩ একর জায়গা নিয়ে আগুন দেখা যাচ্ছে। আগুন নিয়ন্ত্রণের জন্য চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে। শরণখোলা ও মোড়েলগঞ্জের দু’টি ইউনিট আগুন নেভানোর জন্য চেষ্টা চালাচ্ছে। এছাড়া স্থানীয় শতাধিক লোকজন আগুন নেভানোর কাজে বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তা করছেন।

তবে বন বিভাগের ধারণা, অগ্নিকাণ্ডে ইতোমধ্যে প্রায় চার একর বনভূমির গাছ-পালা (গুল্ম জাতীয় লতা-পাতা-গাছপালা) পুড়ে গেছে। শুধু ধোঁয়া দেখা যাচ্ছে প্রায় দুই একর বনভূমি জুড়ে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলিফ রেজা, চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. মেহেদীজ্জামান ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত রেখেছেন। আগুন লাগার কারণ উদঘাটনের চেষ্টা চলছে। আগুন নিয়ন্ত্রণে আসা মাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করবেন।

এর আগে, গত বছরের (২৮ মার্চ) থেকে শুরু করে কয়েক দফায় নাংলী ক্যাম্পের বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব অগ্নিকাণ্ড নাশকতাম‍ূলকভাবে সংগঠিত হয়েছিল বলে একাধিক তদন্ত কমিটি তখন প্রকাশ করেছিল।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মে ২৬, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।