ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘গ্রিক মূর্তি’ অপসারণে সরকারকে ধন্যবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মে ২৬, ২০১৭
‘গ্রিক মূর্তি’ অপসারণে সরকারকে ধন্যবাদ গ্রিক মূর্তি’ অপসারণে সরকারকে ধন্যবাদ/ছবি: সুমন

ঢাকা: ‘গ্রিক মূর্তি’ অপসারণ করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিভিন্ন ধর্মীয় সংগঠন।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফয়সাল বলেন, বাংলাদেশ একটি ধর্মীয় দেশ। এখানে কোনো মূর্তি থাকতে পারে না।

আর ঢাকা হচ্ছে মসজিদের শহর। যেখানে ধর্মপ্রাণ মানুষের ইবাদাত বন্দেগী করছে সেখানে গ্রিক দেবীর মূর্তি কখনো কাম্য নয়। আর হাইকোর্ট থেকে এই মূর্তি অপসারণ করায় সরকারকে অশেষভাবে ধন্যবাদ।

শুক্রবার ( ২৬ মে) দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের বাইরে এক বিক্ষোভ মিছিল-সমাবেশে বক্তারা একথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহসচিব এটিএম হেমায়েত উল্লাহ বলেন, আল্লাহর রাসূল মক্কায় মূর্তি অপসারণের মধ্যে দিয়ে কাজ শুরু করেন। ঢাকা শহরে মূর্তি থাকতে পারে না। হাইকোর্টের মতো জায়গায় অন্য ধর্মের মূর্তি কোনোভাবে থাকতে পারে না।

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইমতিয়াজ আলম বলেন, এ ‘মূর্তি’ কোনোভাবে বাংলাদেশের উচ্চ আদালত প্রাঙ্গণে থাকতে পারে না। এটা কোনো কাজে আসবে না। আর ভাস্কর্য থাকবে জাদুঘরে। মূর্তি বাইরে থাকার সুযোগ নেই।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে ইসলামী বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মে ২৬,২০১৭
এসজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।