ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাটুরিয়ায় ৬৫ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ২৬, ২০১৭
সাটুরিয়ায় ৬৫ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ সাটুরিয়ায় ৬৫ দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ৬৫ দরিদ্র পরিবারের মাঝে আগাম ইফতার সামগ্রী বিতরণ করেছে ‘সাটুরিয়া ফাস্ট গ্রুপ’ নামে একটি ফেসবুক পেজ সংগঠন।  

শুক্রবার (২৬ মে) দুপুরে উপজেলার দড়গ্রাম ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ‘সাটুরিয়া ফাস্ট গ্রুপ’ নামক ফেসবুক পেজের পরিচালক রফিকুল ইসলাম খাঁন বাংলানিউজকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে থেকে অসহায় ও দরিদ্র পরিবারের নামের তালিকা সংগ্রহ করা হয়।

পরে ওই তালিকা অনুযায়ী উপজেলার দড়গ্রাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলার তিনটি ইউনিয়নের ৬৫টি পরিবারের সদস্যদের মাঝে ৫০ কেজি করে চাল, তেল, চিনি, সেমাই ও ছুলাসহ ১৮ ধরনের ইফতার সামগ্রী বিতরণ করা হয় বলে জানান রফিকুল।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ২৬, ২০১৭
জিপি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।