ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় ৩ মাদকসেবীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, মে ২৬, ২০১৭
হাতীবান্ধায় ৩ মাদকসেবীর কারাদণ্ড

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সহকারীসহ তিন মাদকসেবীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আজিজুর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার দইখাওয়া এলাকার মজিদুর রহমানের ছেলে মাহফুজুর রহমান শাহীন (৩০), আব্দুল মালেকের ছেলে হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী খালেকুজ্জামান বাবু (৩৭) ও সুশীল চন্দ্রের ছেলে নিমল চন্দ্র (২৪)।

হাতীবান্ধা থানার উপ পরিদর্শক (এসআই) নুর আলম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২৫ মে) রাতে দইখাওয়া এলাকার খাওচুলকা প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে দুই পিস ইয়াবাসহ হাতে নাতে ওই তিন মাদকসেবীকে আটক করা হয়।

পরে শুক্রবার দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক এ আদেশ দেন।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, দণ্ডপ্রাপ্ত ওই তিন মাদকসেবীকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মে ২৬, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad