ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৪ ঘণ্টা, মে ২৬, ২০১৭
চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের মানববন্ধন - ছবি- শাকিল

ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরে উন্নীত করার দাবি জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শুক্রবার (২৬ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় সংগঠনটি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হাসান মোল্লা বলেন, বর্তমান রাষ্ট্রপতি স্পিকার থাকা অবস্থায় (৩১ জানুয়ারি, ২০১২ সালে) সংসদে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আর্কষণ করেন।

এতে যুব সমাজ অাশার আলো দেখে। তাই দেরি না করে সরকারের উচিত চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা।  

শিক্ষার্থী নিত্যানন্দ সরকার বলেন, বাংলাদেশের সাধারণ ছাত্ররা ৫ বছর ধরে অকাট্য যুক্তি তুলে ধরে আন্দোলন করে আসছে। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি। আমাদের এ অহিংস আন্দোলনের দাবি মেনে নিয়ে ৩৮তম বিসিএস সার্কুলারের আগে বাস্তবায়ন চাই।  

ঢাকা কলেজের শিক্ষার্থী সেলিম হোসেন বলেন, ১৬ বছর ২ মাসে এসএসসি, ১৮ বছর ৪ মাসে এইচএসসি, ১৯ বছরে অর্নাস ভর্তি, ২৩ বছরের আগে অর্নাস শেষ করা সম্ভব না। তাহলে কোন যুক্তিতে চাকরির আবেদনের শুরু বয়স ২১ থাকবে? এ অকার্যকর আইন এখনো প্রয়োগ করে ছাত্র সমাজকে চরমভাবে ঠকানো হচ্ছে।

বিক্ষোভ সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, মে ২৬, ২০১৭
এমসি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।