ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সাভারে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, মে ২৬, ২০১৭
সাভারে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

সাভার(ঢাকা): সাভারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী মুক্তার হোসেন মুক্তি (৪৫) নিহত হয়েছেন।

মুক্তার হোসেন মুক্তি সাভারের ছোটবলী মেহের এলাকায় আখতার হোসেনের ছেলে।

শুক্রবার (২৬ মে) ভোরে সাভারের বিরুলিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মুক্তার হোসেন মাদক বিক্রি করে আসছিলো। বৃহস্পতিবার (২৫ মে) দিবাগত রাতে তাকে আটক কর‍া হয়। শুক্রবার ভোরে তাকে নিয়ে অন্য মাদক ব্যবসায়ীদের ধরতে গেলে বিরুলিয়া এলাকায় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়লে উভয় পক্ষের গুলিতে শীর্ষ মাদক ব্যবসায়ী মুক্তার হোসেন মুুক্তি নিহত হন।

পুলিশ আরও জানান, এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার কর‍া হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় নারী পাচার ও মাদক বেচাকেনাসহ প্রায় ১৮টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মে ২৬, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।