ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কেরানীগঞ্জে বৈদেশিক মুদ্রাসহ আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭
কেরানীগঞ্জে বৈদেশিক মুদ্রাসহ আটক ১

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ শরিফুল মোল্লা (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে র‍্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের হাবিলদার মো. আবু বকর সিদ্দিক বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এর আগে সকালে কেরানীগঞ্জ থানার তালেপুর ভাণ্ডারখোলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক (এসআই) ওলিয়ার রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রাগুলোর মধ্যে রয়েছে- সৌদি আরবের ৫০০ রিয়ালের ৮৮টি নোট, ১০০ রিয়ালের ৯টি, ৫০ রিয়ালের ৬টি, ইউএসের ১০০ ডলারের ২১টি, ওমানের ৫০ রিয়ালের ৩টি, কুয়েতের ১০ দিনারের ১টি, ৫ দিনারের ২টি, মালয়েশিয়ার ৫০ রিঙ্গিতের ১টি, দুবাইয়ের ১০ দিরহামের ২টি, কাতারের ১০০ রিয়ালের ১টি নোট ও বিভিন্ন দেশের ১৩টি ধাতব মুদ্রা।

র‍্যাব-১০ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-২) কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে তালেপুর ভাণ্ডারখোলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।