ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মে ২৫, ২০১৭
রাজধানীতে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় শান্তা (২০) নামে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১টার দিকে বস্তির রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় মুত্যু হয়।

ঢামেক মর্গ অফিসের স্টাফ নুরু মিয়া মৃত নারীর পরিবারের বরাত দিয়ে জানান, মৃত শান্তা তেজগাঁও এলাকায় থাকতেন। দুপুরের খাবার বিরতিতে পোশাক কারখানা থেকে বের হয়ে তেজগাঁও রেললাইন দিয়ে হেঁটে বাসায় যাওয়ার সময় পেছন দিক থেকে আসা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে ঢামেকে নিলে ২০৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বাংলানিউজকে বলেন, বিষয়টির খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এজেডএস/এসআরএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।