ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রামগতি বাজার ব্যবসায়ীদের ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
রামগতি বাজার ব্যবসায়ীদের ধর্মঘট রামগতি বাজার ব্যবসায়ীদের ধর্মঘট

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে নির্বাচন পরবর্তী সহিসংতার জের ধরে ধাওয়া-পাল্টা, সংঘর্ষের প্রতিবাদে রামগতি বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ধর্মঘট পালন করছেন।

বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের ডাকে ওই বাজারের পাঁচ শতাধিক দোকানপাট বন্ধ রাখা হয়।

এর আগে বুধবার (২৪ মে) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বড়খেরী ইউনিয়ন পরিষদের দুই মেম্বার প্রার্থীর মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

রামগতি বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আজাদ উদ্দিন বাংলানিউজকে বলেন, রাজনৈতিক দলের নেতা কর্মীদের যেকোনো ঘটনা বাজারে নিয়ে আসেন। গত কয়েকদিন থেকে নির্বাচনকে কেন্দ্র করে একাধিকবার বাজারে অপ্রত্যাশিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের ক্ষতি এড়াতে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।