ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭
গোপালগঞ্জে ৫ জনের মৃত্যুদণ্ড, ১৭ জনের যাবজ্জীবন

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানীতে ব্যবসায়ী সিরাজুল হক ছিরু মোল্লা হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ, ১৭ জনকে যাবজ্জীবন ও তিনজনকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

এছাড়া যারা মৃত্যুদণ্ডাদেশ ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন তাদের ৩০ হাজার টাকা করে এবং ১০ বছর সাজার আদেশ প্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ মামলা থেকে বেকসুর খালাস দেয়া হয়েছে ১২ জনকে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ এ রায় দেন।

মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালের ১৬ অক্টোবর ব্যবসায়ী সিরাজুল হক ছিরুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে মরদেহ কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের খালে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী আমেনা বেগম বাদী হয়ে ৩৭ জনকে আসামি করে কাশিয়ানী থানায় হত্যা মামলা করেন। শুনানি শেষে দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার এ রায় দেন বিচারক।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ