ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারী উন্নয়নে বর্তমান সরকার দ্রুত কাজ করে যাচ্ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, মে ২৫, ২০১৭
নারী উন্নয়নে বর্তমান সরকার দ্রুত কাজ করে যাচ্ছে বক্তব্য দিচ্ছেন এমপি ডিউক চৌধুরী-ছবি: বাংলানিউজ

রংপুর: নারী উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাছে বলে জানিয়েছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি ডিউক চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে পৌরশহরের স্থানীয় মদিনা কমিনিউটি সেন্টারে বাল্যবিয়ে, নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন, যৌতুক ও মাদক ব্যবহারের বিরুদ্ধে প্রতিরোধ ও স্থানীয় বিরোধ শালিসের মাধ্যমে মীমাংসা একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে নাগরিকদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

নাগরিক অধিকার দল ও তৃণমূল নারী নের্টওয়াক বদরগঞ্জের আয়োজনে সিতুয়া দ‍াশের সভাপতিত্বে ডিউক চৌধুরী বলেন, বর্তমান সরকার বছরে নারীদের উন্নয়নে ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

নারীরা সচেতন হলে সমাজ আরও এগিয়ে যাবে।

সভায় উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেরা পরিষদ চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট, কর্মসূচি কর্মকর্তা রির্পোটিং ও কমিনিউকেশন এরিয়া অফিসার শিল্পী সিকদার আওয়ামী লীগ নেতা শফি সরদার পৌর কমিশনার, সাংবাদিক, শিক্ষকরা ইমাম, নিকাহ রেজিস্টার পুরহিত, সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ