ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, মে ২৫, ২০১৭
সৈয়দপুরে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা সমাপ্ত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ সমাপ্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ‘আইসিটি ইন এডুকেশন লিটারেসি প্রসারের জন্য শেখ রাসেল ডিজিটাল ল্যাবের’ ভূমিকা শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা প্যানেল চেয়ারম্যান আজমল হোসেন।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রওনক জাহান রিনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মাহবুব-উল ইসলাম, প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।