ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সবজির আড়ালে মানহীন কাঁচা কলা রফতানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৩ ঘণ্টা, মে ২৫, ২০১৭
সবজির আড়ালে মানহীন কাঁচা কলা রফতানি জব্দ করা কাঁচা কলা-ছবি-বাংলানিউজ

ঢাকা: মিথ্যা ঘোষণায় ফাইটোস্যানিটারি সার্টিফিকেট পাওয়া সবজির আড়ালে মানহীন কাঁচা কলা রফতানির অভিযোগে একটি পণ্যের চালান জব্দ করেছে কাস্টমস হাউস। 

বৃহস্পতিবার (২৫ মে) সকালে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. আল আমিন।

তিনি জানান, বুধবার রাত ৮টায় শাহজালাল বিমানবন্দরের রফতানি কার্গো ভিলেজ থেকে চালানটি জব্দ করা হয়।

এ নিয়ে গত এক সপ্তাহে মোট ৪টি পণ্যচালান জব্দ করে বিভাগীয় মামলা করেছে কাস্টমস।  

অভিযুক্ত রফতানিকারক প্রতিষ্ঠান এজে ইন্টারন্যাশনাল, সিঅ্যান্ডএফ এজেন্ট অথেনটিক ফ্রেইট সিস্টেম। পণ্যচালানটির বিল অফ এক্সপোর্ট নম্বর: ৪৪৫৬৩৬। মোট ২ হাজার ২শ’ কেজি কাকরোল, পটল এবং কচুর লতি রফতানির জন্য উদ্ভিদ সংগনিরোধ দফতর অনুমতি দেয়। কিন্তু কাস্টমস কর্মকর্তারা পরীক্ষাকালে চালানের ভেতর পিসি বহির্ভূত ১৪০ কেজি কাঁচা কলা পান।

আল আমিন আরও বলেন, সম্প্রতি ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে রফতানি করা শাকসবজি ও ফলের গুণগত মান এবং পিসি বহির্ভূত পণ্য রফতানির অভিযোগ করে। কতিপয় অসাধু ব্যবসায়ীর অতি মুনাফার লোভের কারণে বাংলাদেশের রফতানি বাজার ঝুঁকির সম্মুখীন হচ্ছে।

এ বিষয়ে রফতানিকারকদের একাধিকবার সতর্ক করা হয়েছে। কাস্টমসের নজরদারি ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, মে ২৫, ২০১৭ 
এসজে/আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad