ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেট বিভাগকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
সিলেট বিভাগকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা সিলেট বিভাগকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণার শপথ অনুষ্ঠান

মৌলভীবাজার: শপথ গ্রহণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট বিভাগকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ মো) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এরপর পৌর জনমিলন কেন্দ্রে সিলেট বিভাগকে বাল্যবিয়ে মুক্ত রাখার মূল অনুষ্ঠান শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

এ সময় শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী ও অন্যান্য পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন-মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন এমপি, জেলা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, মৌলভীবাজার সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী, মৌলভীবাজার পৌর মেয়র ফজলুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার রওশনোজ্জামান সিদ্দিকী প্রমুখ।  

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা মে ২৫, ২০১৭
বিবিবি/এমএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad