ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

নারী নির্যাতনের বিরুদ্ধে বরিশালে প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
নারী নির্যাতনের বিরুদ্ধে বরিশালে প্রতিবাদ নারী নির্যাতনের বিরুদ্ধে বরিশালে প্রতিবাদ

বরিশাল: ‘জাগ্রত হোক মানবতা, রুখতে হবে নারী নির্যাতনের ভয়াবহতা’ শীর্ষক নারী নির্যাতনের বিরুদ্ধে বরিশালে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (২৪ মে) বিকেলে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্বে করেন সমন্বয় পরিষদের সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল।

সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, কাজল ঘোষ, গণফোরামের অ্যাডভোকেট আব্দুল হাই মাহাবুব, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, নারী নেত্রী রাবেয়া খাতুন, শুভংকর চক্রবর্তী, সুশান্ত ঘোষ ও বিনয় ভূষন মন্ডল প্রমুখ।

বক্তারা দেশের আলোচিত বনানীর ‘রেইন-ট্রি’ হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণ ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদ জানান। পাশাপাশি সরকারের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলা‌দেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এমএস/এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।