ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নলছিটিতে নৌকা ডুবে জেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭
নলছিটিতে নৌকা ডুবে জেলের মৃত্যু

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে তেলবাহী ট্যাংকারের ধাক্কায় নৌকাডুবে আব্বাস সিকদার (৪৫) নামে এক জেলে মারা গেছেন। এ ঘটনায় আউয়াল গাজী নামে অপর এক জেলে আহত হয়েছেন।

বুধবার (২৪ মে) ভোরে সুগন্ধা নদীর সরই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

পুলিশ জানায়, ভোরে সুগন্ধা নদীর সরই এলাকায় ছোট ডিঙ্গি নৌকা নিয়ে মাছ ধরছিলেন দুই জেলে।

ঝালকাঠিগামী একটি তেলবাহী ট্যাংকার তাদের নৌকাকে ধাক্কা দিলে নৌকা ডুবে আব্বাস মারা যান। আউয়াল সাঁতরে তীরে ওঠেন। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।  

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহামুদ বাংলানিউজকে জানান, ঘাতক তেলের ট্যাংকারটির সন্ধান পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এমএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।