ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সীমান্তের সঠিক তদারকি তথ্য জানতে ‘মোবাইল অ্যাপ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭
সীমান্তের সঠিক তদারকি তথ্য জানতে ‘মোবাইল অ্যাপ’ সেমিনারে অতিথিরা।

সিলেট: সীমান্তের দৈনন্দিন কার্যকলাপের সঠিক তদারকি ও চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ছাড়াও সীমান্ত অপরাধ সম্পর্কে তথ্য জানতে মোবাইল অ্যাপ চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৪ মে) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টর আয়োজিত ‘স্মার্ট বর্ডার ম্যানেজমেন্ট (সময়োপযোগী সীমান্ত ব্যবস্থাপনা)’ বিষয়ক সেমিনারে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সীমান্তে রাস্তা নির্মাণ, সীমান্তে স্ট্রিট লাইট স্থাপনসহ সীমান্তের জনসাধারণের মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের বিষয়েও সহমত পোষণ করেন বক্তারা।

 

সেমিনারে সিলেট সেক্টরের কমান্ডার কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান।

এতে মূল বিষয় উপস্থাপন করেন বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহি উদ্দিন খন্দকার।

বক্তব্য রাখেন- সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান, শাবিপ্রবি’র কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের প্রধান ড. মো. রেজা সেলিম, ইউমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এনইউ/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।