ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

দিনাজপুর ইকবাল হাই স্কুলের অভিভাবক সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মে ২৪, ২০১৭
দিনাজপুর ইকবাল হাই স্কুলের অভিভাবক সমাবেশ অভিভাবক সমাবেশ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: শিক্ষার্থীদের পড়ালেখার মানউন্নয়নের লক্ষ্যে দিনাজপুর ইকবাল হাই স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) দুপুরে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি উপস্থিত হয়ে স্কুলের পরিচালনা পরিষদের বডির সভাপতি গোলাম নবী দুলাল।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দিনাজপুর ইকবাল হাই স্কুলের প্রধান শিক্ষক সেলিমা সুলতানা, স্কুলের গভর্নিং বডির সদস্য আহসানুজ্জামান চঞ্চল, শিক্ষক সাইদুল ইসলাম, মোস্তাক আহমেদ সিদ্দিকী, সোহেল রানা, মো. আজিজুর রহমান, মো. মাজেদুর রহমান, দেবর্ষি বসাক প্রমুখ।

অনুষ্ঠানে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-৫ ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ইরিনা জাহান অরেন্যকে সংবর্ধনা ও পুরস্কার তুলে দেন গোলাম নবী দুলাল।

অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষক মরহুম আব্দুর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।