ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বাড়াতে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
বরিশালে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বাড়াতে আলোচনা সভা

বরিশাল: ‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’ এ স্লোগানকে সামনে রেখে বরিশালে সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মে) বেলা ১১ টায় জেলা প্রশাসন ও বিআরটিএ’র যৌথ আয়োজনে বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. গাজী মো. সামফুজ্জামান।

  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম, বিআরটিএ’র উপ-পরিচালক মুহাম্মদ শহীদুল্যাহ কায়ছার প্রমুখ।

আলোচনা সভার আগে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে শেষ হয়।

বাংলা‌দেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এমএস/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।