ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিবাসী ছাত্র পরিষদের চতুর্থ সম্মেলন শুক্রবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আদিবাসী ছাত্র পরিষদের চতুর্থ সম্মেলন শুক্রবার আদিবাসী ছাত্র পরিষদের চতুর্থ সম্মেলন শুক্রবার/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: আদিবাসী ছাত্র পরিষদের চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হবে শুক্রবার (২৬ মে)। এই উপলক্ষে বুধবার (২৪ মে) দুপুরে রাজশাহীর মুক্তিযুদ্ধ পাঠাগারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিভূতী ভূষণ মাহাতো। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের দফতর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সাধারণ সম্পাদক মিঠুন কুমার উরাও, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সাধারণ সম্পাদক নকুল পাহান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক রতিশ টপ্য, দফতর সম্পাদক আপেল মুন্ডা প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশের আদিবাসী শিক্ষার্থীদের সবচেয়ে বৃহৎ সংগঠন আদিবাসী ছাত্র পরিষদ। সংগঠনটি আদিবাসী শিক্ষার্থীদের সুসংগঠিত করে বিভিন্ন ঘটনায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সংগঠনকে গতিশীল রাখতে আগামী শুক্রবার চতুর্থ কেন্দ্রীয় সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ওই দিন বেলা ১১ টায় রাজশাহীর মিয়াপাড়া পাবলিক লাইব্রেরির মুক্তমঞ্চে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন শেষে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

এছাড়া শনিবার (২৭ মে) সকাল ১০ টায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে চতুর্থ কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি এবং জাতীয় আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন।

প্রধান বক্তা থাকবেন আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হরেন্দ্রনাথ সিং। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবিনচন্দ্র মুন্ডা, ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, লেখক ও গবেষক পাভেল পার্থ, আদিবাসী নারী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসন্তী মুর্মু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিমলচন্দ্র রাজোয়াড়, আদিবাসী যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মানিক সরেন, সহ-সভাপতি নবদ্বীপ লাকড়া, সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসএস/ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।