ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
গোপালগঞ্জে আগুনে ১৫ দোকান পুড়ে ছাই আগুনে ১৫ দোকান ভস্মীভূত

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাজারে আগুনে ১৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (২৪ মে) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দুপুরে ঘোনাপাড়া বাজারের মুদি দোকানি এয়ার আলীর দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে।

মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুনে ১৫টি দোকান ও দোকানের সব মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক নিয়ামুল হুদা বাংলানিউজকে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিভিয়ে ফেলে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।