ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুর-দিনাজপুর থেকে ২ জেএমবি সদস্য আটক

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭
রংপুর-দিনাজপুর থেকে ২ জেএমবি সদস্য আটক আটক ২ জেএমবি সদস্য/ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুর ও দিনাজপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৪ মে) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- মো. বাদল মিয়া ওরফে বাদল হানজালা (৩২) ও মো. বেলাল হোসেন (২৫)।

বাদলকে গাইবান্ধা ও বেলালকে দিনাজপুর থেকে আটক করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (অপস) খন্দকার গোলাম মর্তুজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মুসল্লিদের জিহাদ সম্পর্কে উদ্বুদ্ধ করা বিভিন্ন স্থানে ছদ্মবেশে জিহাদ ও কিতাল সম্বলিত বিভিন্ন লিফলেট বিতরণের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মে ২৪, ২০১৭-০৫-২৪
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad