ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেট বিভাগকে ‘বাল্যবিয়ে মুক্ত’ ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
সিলেট বিভাগকে ‘বাল্যবিয়ে মুক্ত’ ঘোষণা বাল্যবিয়ে মুক্ত ঘোষণার পর শপথ অনুষ্ঠান/ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটের চার জেলা ও উপজেলাগুলোকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে আগেই। এবার আনুষ্ঠানিকভাবে পুরো সিলেট বিভাগকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হলো।

বুধবার (২৪ মে) দুপুরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

এরআগে সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি নগরীর রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোসাম্মৎ নাজমানারা খাতুন, ইউনিসেফ বাংলাদেশের কাজী দিল আফরোজা ইসলাম, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা হক, অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলাম, অতিরিক্তজেরা প্রশাসক (এডিসি) শহিদুল ইসলাম প্রমুখ।

এছাড়াও শত শত শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নিয়ে বাল্যবিয়ে রুখতে শপথ নেন। এসময় বক্তারা বাল্যবিয়ের কুফল তুলে ধরেন এবং এ ঘোষণার মাধ্যমে সিলেট বিভাগে নতুন ইতিহাস রচিত হলো বলে মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।