ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দামুড়হুদায় পাওয়ার ট্রিলার ধাক্কায় স্কুলছাত্র নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মে ২৪, ২০১৭
দামুড়হুদায় পাওয়ার ট্রিলার ধাক্কায় স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দেউলী গ্রামে পাওয়ার ট্রিলারের ধাক্কায় সম্রাট (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বুধবার (২৪ মে) সকাল ১১টার দিকে দেউলী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। সম্রাট দেউলী গ্রামের মহাসিন আলীর ছেলে এবং দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দামুড়হুদার দশমীপাড়ার নেংটের ছেলে রিপন পাওয়ার ট্রিলারে করে বালি ও সিমেন্ট নিয়ে পাটাচোরা গ্রামে যাচ্ছিল। পাওয়ার ট্রিলারটি দেউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সম্রাটকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সম্রাটকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. হুসনে আরা নারগিছ তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী (ইউএনও) রফিকুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান বাংলানিউজকে জানান, চালক রিপন পালিয়ে গেলেও ঘাতক পাওয়ার টিলারটি আটক করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ