ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

অতিরিক্ত গরমে শতাধিক শ্রমিক অসুস্থ, ৫ কারখানা ছুটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
অতিরিক্ত গরমে শতাধিক শ্রমিক অসুস্থ, ৫ কারখানা ছুটি

গাজীপুর: প্রচণ্ড রোদ আর ভ্যাপসা গরমে গাজীপুর সিটি করপোরেশন কাশিমপুর নয়াপাড়ার এলাকার পাঁচটি কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। গণহারে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ায় জরুরিভিত্তিতে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ মে) সকালে এ ঘটনার পর কারখানারগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

কারখানার গুলো হলো- কটন ক্লাব (বিডি), তাসনিয়া, মাল্টিসেফ ও আলিম গ্রুপের দু’টি কারখানা।

গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে কাজে যোগ দেওয়ার পর সকাল ৯টার দিকে হঠাৎ করে ওই ৫ কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে পাঠনো হয়। পরে কর্তৃপক্ষ বুধবারের জন্য কারখানাগুলো ছুটি ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরএস/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।