ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাচোল-গোমস্তাপুরের ২ বাড়িতে অভিযান শেষ, ২ বাড়িতে চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭
নাচোল-গোমস্তাপুরের ২ বাড়িতে অভিযান শেষ, ২ বাড়িতে চলছে

চাঁপাইনবাবগঞ্জ: জঙ্গি আস্তানা সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই বাড়িতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর অভিযান চলছে। 

অপরদিকে, মঙ্গলবার (২৩ মে) গভীর রাত থেকে ঘিরে রাখা গোমস্তাপুর ও নাচোল উপজেলার দুই বাড়িতে অভিযান শেষ হয়েছে।  

র‌্যাব জানায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তিন জঙ্গিকে আটক করে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে পিস্তল ও গানপাউডার উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রথমে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আব্দুর মজিদ তানুর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে বাড়ির মালিক আব্দুর মজিদ তানুকে আটক করা হয়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ বাড়িতে অভিযান শেষ করে র‌্যাব। পরে র‌্যাব সদস্যরা গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামের এজাবুল হক, শিমুল তলা গ্রামের আবদুস শুকুর এবং ফোরশেদপুর গ্রামের আফজালের বাড়িতে অভিযান শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে চকপুস্তম গ্রামের এজাবুল হকের বাড়িতে অভিযান শেষ করলেও বাকি দুই বাড়ি এখনো ঘিরে রেখেছে র‌্যাব।

এদিকে, রাজশাহী থেকে র‌্যাব কর্মকর্তারা এলে এ দুই বাড়িতে মূল অভিযান শুরু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় অনেকে।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এসআই

**চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ৩ বা‍ড়ি ঘেরাও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।