ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় ২ শতাধিক ট্রাক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, মে ২৪, ২০১৭
পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি পারের অপেক্ষায় ২ শতাধিক ট্রাক ফাইল ফটো

মানিকগঞ্জ: রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ঘাটে শতাধিক ট্রাক ফেরি পারের অপেক্ষায় রয়েছে।

বুধবার (২৪ মে) সকাল সোয়া ৮টার দিকে উভয়ঘাটের দায়িত্বরত কর্মকর্তারা বাংলানিউজকে বিষয়টি জানান।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বাংলানিউজকে জানান, ভোরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের চাপ বাড়তে থাকে।

যাত্রী দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে যাত্রী বাস ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে ফেরি পারাপার করা হয়।

এ কারণে পাটুরিয়া ঘাট এলাকায় শতাধিক ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ছোট-বড় মিলে ১৫টি ফেরি চলাচল করছে বলেও জানান তিনি।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, মধ্যরাত থেকে ঢাকামুখী পণ্যবাহী ট্রাকের লাইন দীর্ঘ হতে থাকে।

সকাল সোয়া ৮টা পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ফেরি পারাপারের অপেক্ষায় শতাধিক ট্রাক রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, মে ২৪, ২০১‌৭
এএটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad