ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী সদস্যের মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১১ ঘণ্টা, মে ২৪, ২০১৭
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নারী সদস্যের মামলা

বরিশাল: সরকারি বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সদর উপজেলার ১০ নম্বর চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান একেএম আবদুল আজিজ হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সংরক্ষিত নারী সদস্য আছিয়া বেগম বাদী হয়ে দুর্নীতি দমন আইনে সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা করেন।  

আদালতের বিচারক মো. আনোয়ারুল হক মামলাটি দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থ বছরের ৪০ দিনের কর্মসূচির ১৪ লাখ টাকা, কাবিখা ও টিআর প্রকল্প থেকে ৮ লাখ ও ইউনিয়ন পরিষদের সরকারি গাছ কেটে আরও ২ লাখ ৮০ হাজার টাকা আত্মসাৎ করেন আজিজ। এছাড়াও হাট-বাজার ইজারার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিজের একাউন্টে জমা রাখেন। খাস জমি দখল করে বসতঘর নির্মাণসহ লিজ দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা আত্মসাৎ করেন।  

এছাড়া এলজিইডি’র বরাদ্দ ১২টি টিউবওয়েলের জন্য সাধারণ মানুষের কাছ থেকে ২৫ হাজার টাকা করে নিয়ে তা আত্মসাৎ করেন। এছাড়াও সরকারি বরাদ্দ ৬৮০ জনের জন্য ৫৪ টন ৪ কেজি চাল থেকে ১২ টন চাল আত্মসাৎ করেন।  

এসব ঘটনা উল্লেখ করে মামলা করলে বিচারক ওই আদেশ দেন।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, মে ২৪, ২০১৭
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad