ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদরাসা ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে যুবকের সাজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭
মাদরাসা ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে যুবকের সাজা

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে এক মাদরাসা ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে নূরে আলম (২৮) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ মে)  দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান সাজার আদেশ দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর কাপাশিয়া গ্রামের বাসিন্দা ও শহরের একটি মাদরাসার দাখিল দশম শ্রেণির এক শিক্ষার্থীকে বেশ কিছুদিন ধরে একই এলাকার ছফর আলীর ছেলে নূর উত্যক্ত করতেন।

এ নিয়ে পারিবারিকভাবে বার বার সালিশ হওয়ার পরও উত্যক্ত করতেন নূর। ওই ছাত্রী গত সোমবার (২২ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ মে) নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম নূরকে আটক করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নূরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নালিতাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, নূরকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্ত যুবক এর আগে দুইটি বিয়ে করেছিল। তার দুটি সন্তান রয়েছে বলেও এসআই জানান।  

বাংলাদেশ সময়: ০৫১৮ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ