ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী-শ্বশুর জেলে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
স্বামী হত্যার অভিযোগে স্ত্রী-শ্বশুর জেলে

দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার ফুলতলা এলাকায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী শাপলা (২৫) ও শ্বশুর আব্দুল হাদিকে (৫৭) জেলহাজতে পাঠানো হয়েছে। 

মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

দুপুরে তাদের আটক করে সিআইডি পুলিশের একটি দল।

 

অভিযুক্ত শাপলা একই এলাকার নিহত শরিফুল ইসলামের স্ত্রী ও আব্দুল হাদি মৃত হোসেন মোহাম্মদের ছেলে।  

দিনাজপুর সিআইডি পুলিশের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মনসুর আলী বাংলানিউজকে জানান, শাপলা ও হাদিকে আটক করে আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।  

২০১৫ সালের ৬ মে শ্বশুর বাড়ির পাশে একটি আম গাছ থেকে শরিফুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের দুলাভাই মো. বাবু মামলা করেন। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে কোতয়ালী থানা পুলিশকে তদন্তের নির্দেশ দেন। মামলাটি তদন্ত করে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। পুলিশের তদন্ত রিপোর্টের বিরুদ্ধে বাদী নারাজি আবেদন করলে আদালত মামলাটি পুনরায় তদন্ত করতে সিআইডিকে নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, মে ২৪, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ