ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীর নাখালপাড়ায় অবৈধ দখলে থাকা জমি উদ্ধার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
রাজধানীর নাখালপাড়ায় অবৈধ দখলে থাকা জমি উদ্ধার রাজধানীর নাখালপাড়ায় অবৈধ দখলে থাকা জমি উদ্ধার

ঢাকা: রাজধানীর নাখালপাড়া এলাকায় প্রায় ২শ’ কোটি টাকা মূল্যের বেদখল হওয়া জমি উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ মে) ঢাকা জেলা প্রশাসন (ডিসি) ও সড়ক ও জনপথের (সওজ) উদ্যোগে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া এবং তৌহিদ এলাহী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া জানান, রাজধানীর ৩০৮ নাখালপাড়া সওজ গ্যারেজ এলাকায় দীর্ঘদিন ধরে কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে প্রায় ২০০ কোটি টাকা মূল্যের দুই একর সরকারি জমি বেদখল করে রেখেছিল। ভ্রাম্যমাণ আদালতের মধ্যমে অবৈধ দখল উচ্ছেদ শেষে উদ্ধার করা জমি সড়ক ও জনপথকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন- সওজ’র সম্পত্তি কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকী, নির্বাহী প্রকৌশলী মেহেদি ইকবাল, উপ-বিভাগীয় প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ইন্সপেক্টর মো. কামাল উদ্দিন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩০ জন সদস্য।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।