ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধুনটে মাইক্রোবাস খাদে পড়ে শিক্ষক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
ধুনটে মাইক্রোবাস খাদে পড়ে শিক্ষক নিহত

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় মাইক্রোবাস খাদে পড়ে মাদ্রাসা শিক্ষক শাহজাহান আলী ওরফে ময়না সিকদার (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন।

নিহত শিক্ষক বগুড়ার গাবতলী উপজেলার কদমতলী গ্রামের শুকুর আলীর ছেলে। তিনি স্থানীয় বাগবাড়ী ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক।


মঙ্গলবার (২৩ মে) বিকেলে ধুনট-সোনামুখী আঞ্চলিক সড়কের ঠকঠকিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- গাবতলী উপজেলার মাঝবাড়ি গ্রামের হাফিজার রহমানের ছেলে সাইফুল ইসলাম (৫২) ও আবেদ আলীর ছেলে আবু জাফর (৫৫)।

আহতদের উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন শিক্ষক শাহজাহান আলীসহ অন্যরা। পথে ওই স্থানে পৌঁছালে মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে মাইক্রোবাসটি খাদে পড়ে ঘটনাস্থলেই শিক্ষক শাহজাহান আলী মারা যান। আহত হন দু’জন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমবিএইচ/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ