ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা সমস্যা সমাধানে সার্ক-বিমসটেক ব্যর্থ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মে ২৩, ২০১৭
রোহিঙ্গা সমস্যা সমাধানে সার্ক-বিমসটেক ব্যর্থ

ঢাকা: রোহিঙ্গা সমস্যা সমাধানে আঞ্চলিক সংস্থা সার্ক ও বিমসটেক সম্পূর্ণ ব্যর্থ। প্রতিষ্ঠান দু’টি এ অঞ্চলে কোনো ধরনের রাজনৈতিক ভূমিকা রাখতে পারছে না।

মঙ্গলবার (২৩ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সেমিনারে এ মন্তব্য করেন শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট চন্দ্রিকা বন্দরনায়েকে কুমারাতুঙ্গা।

‘রিকনসাইলিং ডিভাইডেড সোসাইটিস, বিল্ডিং ডেমোক্রেসি অ্যান্ড গুড গর্ভন্যান্স: লেসন্স ফ্রম শ্রীলংকা’ বিষয়ক এ সেমিনারে সভাপতিত্ব করেন বিআইআইএসএস’র চেয়ারম্যান মুন্সী ফয়েজ আহমদ।

তিনি বলেন, এ অঞ্চলে উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে বৈষম্য ও সংঘাত দূর করা প্রয়োজন। শ্রীলংকাও অভ্যন্তরীণ সংঘাত নিরসন করে এখন গণতন্ত্র ও উন্নয়নের পথে সাফল্য পেয়েছে।

উন্নয়নের পথে সন্ত্রাসবাদ দমন একটি বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন সাবেক প্রেসিডেন্ট কুমারাতাঙ্গা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৭
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।