ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাপাহার সদর ইউপিতে উম্মুক্ত বাজেট ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, মে ২৩, ২০১৭
সাপাহার সদর ইউপিতে উম্মুক্ত বাজেট ঘোষণা

নওগাঁ: নওগাঁর সাপাহার সদর ইউনিয়ন পরিষদের আগামী ২০১৭-১৮ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

‍মঙ্গলবার (২৩ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ হল রুমে ইউপি সচিব মো. মহিদুল হক এ বাজেট ঘোষণা করেন। ‍অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান মো. আকবর আলী।

বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, দারিদ্র বিমোচন ও নারী উন্নয়ন খ্যাতসহ বিভিন্ন উন্নয়ন খ্যাতে উন্নয়ন মূলক কাজের জন্য তিন কোটি ২৬ ল‍াখ ৮৫ হাজার ৫০০ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ঘোষিত বাজেটের ওপর বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ্। বক্তব্য শেষে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড হতে একজন করে মোট নয় জন শ্রেষ্ঠ করদাতাকে পুরষ্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।