ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

র‌্যাবের ভুয়া জামা পরা ছবি দেখিয়ে চাঁদাবাজি করে আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
র‌্যাবের ভুয়া জামা পরা ছবি দেখিয়ে চাঁদাবাজি করে আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে রাজীব শরীফ (২৪) নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) সদস্যরা।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাব-৩’র এএসপি আমিনুল ইসলাম।

তিনি জানান, রাজীবের মোবাইলে র‌্যাবের ভুয়া পোশাক পরা তার নিজের কিছু ছবি রয়েছে।

যে ছবিগুলো যাত্রাবাড়ী এলাকার বিভিন্ন দোকানে দেখিয়ে নিজেকে র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত বলে দাবি করছিলেন তিনি। এভাবে পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে তিনি চাঁদাবাজি করছিলেন, এমন অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে তাকে আটক করা হয়।

যাচাই-বাছাই শেষে তিনি ভুয়া বলে নিশ্চিত হওয়া গেছে, জানান আমিনুল ইসলাম। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
পিএম/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ