ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শুল্ক কমানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, মে ২৩, ২০১৭
শুল্ক কমানোর দাবিতে বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ

যশোর: বিড়ির ওপর থেকে শুল্ক কমানোর দাবিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে কয়েক হাজার বিড়ি শ্রমিক। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এ সড়কে কয়েক শত যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ যাত্রীদের।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে যশোর-বেনাপোল সড়কের নাভারণে এ অবরোধ কর্মসূচি প‍ালিত হয়।

এ সময় বিড়ি শ্রমিকরা আসন্ন বাজেটে বিড়ির ওপর থেকে মাত্রাতিরিক্ত শুল্ক কমানোর দাবি জানান।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন- বিড়ি শ্রমিক ফেডারেশনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমিটির আহ্বায়ক ফজলুর রহমান, ফেডারেশনের সদস্য আলমগীর হোসেন, সাইফুল ইসলাম, রশু মিয়া প্রমুখ।

ঘণ্টাব্যাপী অবরোধের পরে বেলা ১২টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেন বিড়ি শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
ইউজি/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।