ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মানিকগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, মে ২৩, ২০১৭
মানিকগঞ্জে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত অাসামিকে নিয়ে যাচ্ছে পুলিশ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে ক্ষুদ্র ব্যবসায়ী আলীম হত্যা মামলার রায়ে ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা হয়েছে। 

মঙ্গলবার (২৩ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- রিপন উল্লাহ, দেলোয়ার হোসেন, মাহমুদুল হাসান বাবু ও ইসমাইল হোসেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।  

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৩ জুলাই রাতে বাড়ি থেকে ঘিওর বাজারে যাওয়ার পথে ক্ষুদ্র ব্যবসায়ী আলীমের কাছে আসামিরা নেশার জন্য টাকা দাবি করে।

টাকা দিতে অস্বীকার করলে আলীমের গলায় রশি পেঁচিয়ে হত্যা করে ১০ হাজার টাকা ও মোবাইলফোন ছিনিয়ে নেয়। পরে ব্রিজের সঙ্গে আলীমের মরদেহ ঝুলিয়ে রাখে। পরের দিন সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘিওর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।  

এ ঘটনায় চারজনকে আসামি করে আলীমের বোন শাহনাজ বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় মোট ১৭ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. আজিজুল্লাহ এবং আসামিপক্ষে রৌশন আলী।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মে ২৩, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।