ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আপন জুয়েলার্সের মালিকের মার্সিডিজ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
আপন জুয়েলার্সের মালিকের মার্সিডিজ জব্দ আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদে জব্দ হওয়া মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি

ঢাকা: সিলেটের জিন্দাবাজার এলাকা থেকে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের একটি মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ মে) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়।  

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জিন্দাবাজার এলাকার একটি বাড়িতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দার সদস্যরা। আপন জুয়েলার্সের মালিকের মামার ওই বাড়িতে লুকানো অবস্থা থেকে সেটি জব্দ করা হয়।

গাড়িটির বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানান মঈনুল খান।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, বিআরটিএ রেজিস্ট্রেশন অনুযায়ী গাড়িটি ২০১১ সালে তৈরি। তবে অনুসন্ধানে দেখা গেছে এটি ২০০২ সালে তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এসজে/এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।