ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, মে ২৩, ২০১৭
গোপালগঞ্জে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত গোপালগঞ্জে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত

গোপালগঞ্জ: গোপালগঞ্জে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) সকালে গোপালগঞ্জ শহরের মোহাম্মদ পাড়ায় সোনালীস্বপ্ন অ্যাকাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান এ উৎসবের আয়োজন করে।

ফল উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মাঈন উদ্দিন, শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর অশোক কুমার সরকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসেন, সোনালীস্বপ্ন অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা নাজমুল ইসলাম, প্রতিষ্ঠানের পরিচালক মাহাফুজা ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

অতিথিবৃন্দ ওই প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থীদের হাতে মৌসুমী ফল আম, লিচু ও জামরুল তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।