ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভারত থেকে যাত্রী নিয়ে ফিরলো গ্রিনলাইনের মৈত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, মে ২৩, ২০১৭
ভারত থেকে যাত্রী নিয়ে ফিরলো গ্রিনলাইনের মৈত্রী ভারত থেকে যাত্রী নিয়ে ফিরলো গ্রিনলাইনের মৈত্রী

বেনাপোল(যশোর): ঢাকা- খুলনা- কলকাতা রুটে গ্রিনলাইনের যাত্রীবাহী মৈত্রী বাসটি ৩৯ জন যাত্রী নিয়ে ভারত থেকে ফিরেছে। 

মঙ্গলবার (২৩ মে) সকাল সাড়ে ৭টায় বাসটি কলকাতার সল্টলেক থেকে রওনা দিয়ে বেলা ১১টায় (বাংলাদেশ সময়) বেনাপোল চেকপোস্ট পৌঁছায়। চেকপোস্টে কাস্টমস ও ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে সাড়ে ১১টায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় মৈত্রী বাস।

 

এর আগে সোমবার (২২ মে) সকালে বাসটি ৩৭ জন যাত্রী নিয়ে ঢাকার কমলাপুর বাসস্ট্যান্ড থেকে কলকাতার উদ্দেশে রওনা হয়।  

মৈত্রী বাসের সুপারভাইজার সাকিব বাংলানিউজকে জানান, বাসের ৩৯ জন যাত্রীর মধ্যে ১ জন ভারতীয় নাগরিক রয়েছেন।  

কলকাতা থেকে খুলনা পর্যন্ত এ বাসে ভাড়া নেওয়া হচ্ছে ৬৫০ রুপি, আর ঢাকা পর্যন্ত ১৪০০ রুপি (১ রুপি সমান ১.২৪ টাকা)। ঢাকা থেকে কলকাতা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে ১৭০০ টাকা, পৌঁছাতে সময় লাগছে ১০ থেকে ১১ ঘণ্টা।  

বাসটি কলকাতা থেকে রওনা দিয়ে খুলনা হয়ে মাওয়া, কাঁঠালবাড়ি ফেরিঘাট হয়ে ঢাকা পৌঁছাবে। সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার  ঢাকার কমলাপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে যাবে গ্রিনলাইনের মৈত্রী বাস।

এর আগে গত ৯ এপ্রিল দুপুর ১টা ৫৫ মিনিটে ভারতের হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এ মৈত্রী বাসের পরীক্ষামূলক যাত্রার উদ্বোধন করেন। বিআরটিসি ও গ্রিনলাইন পরিবহনের যৌথ উদ্যোগে  মৈত্রী বাসটি পরিচালিত হচ্ছে।  

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) ফজলুল হক মৈত্রী বাস ফেরার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এজেডএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।